ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নগরীর সালাউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ আইনজীবীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ
আগস্ট ২৪, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে স্ত্রীকে ডাক্তার দেখাতে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক তরুন আইনজীবী ও বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদল সভাপতির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
নিহত সোহরাব হোসেন সোহাগ (৩৭) বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে।
নিহত সোহাগ রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

নিহত সোহাগের পারিবারিক সুত্রে জানা যায়, সোহাগ দুপুরে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ী থেকে বের হয়ে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা কে.আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যায়। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে আসলে সড়কের জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হয়। সে খুব ভদ্র ও বিনয়ী ছিল, তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি আরও জানান মঙ্গলবার সকাল এগারোটায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে মরহুম সোহাগের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ও বাদ যোহর গ্রামের বাড়ি শংকুচাইল জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: