ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ‘আমার রক্তে বাঁচুক প্রাণ’ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে সফল ক্যাম্পেইন সম্পন্ন

Link Copied!

মোঃ ফিরোজ হাসান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ‘আমার রক্তে বাঁচুক প্রাণ’ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে আজ একটি দিনব্যাপী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনটির মূল উদ্দেশ্য ছিল উপজেলায় রক্তদান, বৃক্ষরোপণ, সামাজিক সেবামূলক কার্যক্রম, এবং বন্যা দুর্গতদের সহায়তার মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এলাকার বিভিন্ন স্তরের জনগণ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন, যা এই উদ্যোগকে অত্যন্ত সফল করে তুলেছে।

ক্যাম্পেইনের মূল কর্মসূচি ছিল:
১.ফ্রী ব্লাড ক্যাম্পিং কর্মসূচি:
ক্যাম্পেইনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের জন্য ফ্রী ব্লাড ক্যাম্পিং আয়োজন করা হয়। এতে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানকারীদের নাম নিবন্ধন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় হাসপাতাল ও রক্তের অভাবে কষ্ট পাচ্ছে এমন রোগীদের জন্য রক্তের যোগান নিশ্চিত করা হয়েছে। জনগণের ব্যাপক সাড়া ছিল উল্লেখযোগ্য।

২. বৃক্ষরোপণ কর্মসূচি:
উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় যুবকরা এবং বৃদ্ধরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ উদ্যোগকে সবাই অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেছেন।

৩. বন্যা দুর্গতদের জন্য সহায়তা:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য পাশে দাঁড়িয়েছে ‘আমার রক্তে বাঁচুক প্রাণ’ ব্লাড ডোনার্স সোসাইটি।

৪. হাসপাতাল মনিটরিং:
বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় হাসপাতালের সেবার মান উন্নত করার লক্ষ্যে ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মনিটরিং টিম গঠন করা হয়। এই টিম হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে এবং চিকিৎসাসেবার মান যাচাই করে। হাসপাতালের সেবার মান উন্নত করার জন্য তাদের সুপারিশসমূহ প্রণয়ন করা হয়েছে।

এই ক্যাম্পেইন সম্পর্কে এলাকার জনগণের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। তারা ‘আমার রক্তে বাঁচুক প্রাণ’ ব্লাড ডোনার্স সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের জন্য তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন। এলাকাবাসীর মতে, এই ধরনের কার্যক্রম সমাজের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: