ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেল মিউজিকাল ফিল্ম পূর্ণিজল

বিনোদন রিপোর্ট 
অক্টোবর ১, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

বিনোদন রিপোর্ট

 

দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং চাওয়া-পাওয়ার হিসাবনিকাশ মিলাতে অনেকেই বিভিন্ন টোটকার আশ্রয় নেন, তবে প্রকৃত সমাধান নিহিত থাকে আত্মায়। আত্মবিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই দাম্পত্য জীবনের সুখের মূল চাবিকাঠি খুঁজে পাওয়া যায়। এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম “পূর্ণিজল”।

 

সোমবার, ৩০ সেপ্টেম্বর, টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান মুক্ত মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয় এই মিউজিক্যাল ফিল্মটি। সাধক গীতিকার অহন শাহ-এর লেখা এবং সংগীতশিল্পী লিজু বাউলার সুর ও কণ্ঠে আবিদ তুষারের পরিচালনায় এটি দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। রিয়াজুল রিজু ও তনামী হকের চমৎকার অভিনয় ফিল্মটিকে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রে রূপ দিয়েছে।

 

এই গান সম্পর্কে অহনের শিষ্য রুহুল আমিন রুলন জানান, গুরুজী অহন রচিত এই বাণীটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রকৃত অর্থ একমাত্র গুরুজীই বলতে পারবেন, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরতে পারি, “পূর্ণিজল” আক্ষরিকভাবে পবিত্র জলের প্রতীক, যা বাহ্যিক এবং অভ্যন্তরীণ শুদ্ধতার ইঙ্গিত দেয়। স্নান শুধু দেহের পরিচ্ছন্নতা নয়, বরং মন ও আত্মার পরিশুদ্ধির প্রতীক। এখানে ‘দেহতরী’ বলতে দেহকে জীবনযাত্রার প্রতীক হিসেবে বোঝানো হয়েছে, যা শুদ্ধতার মাধ্যমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে সক্ষম হয়। শারীরিক ও মানসিক শুদ্ধি আধ্যাত্মিক উপলব্ধির পথে এগিয়ে নেয়।

 

‘প্রেমের কথা’ বলতে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা পরম প্রেমের কথা বলা হয়েছে। শুদ্ধ দেহ ও মনই প্রেমের প্রকৃত অনুভূতি লাভ করতে সক্ষম, যা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর পথ নির্দেশ করে। ‘কে যেনো’ বলতে চেতনার গভীরে থাকা এক নিগূঢ় শক্তির ইঙ্গিত করা হয়েছে, যা প্রেমের বাণী প্রচার করে। আধ্যাত্মিক স্নানের পর দেহ প্রেমের ধারক হয়ে ওঠে, এবং সেই প্রেম কেবল মানবিক নয়, বরং মহাজাগতিক ও ঈশ্বরের প্রতি নিবেদিত।

 

এই প্রযোজনাটি “লিজু বাউলা” ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে, যেখানে দাম্পত্য জীবনের বাস্তবতা এবং আধ্যাত্মিক সমাধানের এক নিখুঁত মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: