ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাব্যপ্রেম

কলমে মোঃ রেয়াজুল আলম মিঠু
জানুয়ারি ২৯, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

কলমে মোঃ রেয়াজুল আলম মিঠু

 

নামটি তবে দিলেম আমি

কাব্যরসের রানী।

খাঁটি মধুর মিস্টি

সে যে তৃপ্ত হৃদয়খানি।

 

কোকিল কন্ঠি শব্দ ধ্বনি

বাড়ায় যে মোর পাগলামি।

 

ইচ্ছে করে আকাশ থেকে চঁন্দ্রটাকে

ছিনিয়ে নিয়ে তোর কপালে দেই পড়িয়ে।

 

রুপবতী মায়াবী তোর মুখশ্রী

চোখে গভীর প্রেম।

 

তোর হৃদয়ে অভ্যন্তরে

শুন্য ভূমি পেলে।

সাতরিয়ে পাড়ি দিতেম

মহাসমুদ্র ব্রহ্মপুত্র নদী।

 

দূরদেশী ইচ্ছে তুমি

অধরা এক কবিতা প্রেমী

 

ভালবাসার কাব্যসোনা

আমায় কর ক্ষমা।

 

মনের ভিতর এক কিঞ্চিৎ

শুন্য জমিন পেলে ভালবাসার

মূল্য দিয়ে নিতেম আমি কিনে।

 

স্বর্গরাজ্য বানিয়ে দিতেম

তোর ছোয়া পেলে।

শুধু তুই চাইলে জীবন মরণ

তোর কবিতায় থাকব পাশাপাশি।

 

তোর আকাশে সাজিয়ে

দিতেম সাতরঙা রংধনু

স্বপ্নময় এক অনন্য পৃথিবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: