মো: নাহিদ খান, টাঙ্গাইল প্রতিনিধি:
ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকগণের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে ও সেক্রেটারী এস.এম. এনামুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নায়েবে আমীর ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, দৈনিক নেক্সট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব সরকার, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মতিন,মনসুর হেলাল বাদশা, আনিছুর রহমান শেলি,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নায়েবে আমীর বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে সবার ভালবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। নারীদের যথাযোগ্য সম্মান দিবো। এই দেশে আর কোন ষড়যন্ত্র হতে দিবো না। জীবন দিবো তবুও কারো লালচক্ষু দেখাতে দিবোনা।
তিনি আরও বলেন, স্বাধীনতার এই দেশে যারাই ক্ষমতায় এসেছেন তারা আমানতকে খেয়ানত করেছেন। আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশিকষ্ট দিয়েছে গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার।