ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বনবিভাগের অনুমতি ছাড়াই কাটা হলো রাস্তার গাছ; ডাল পড়ে ট্রান্সফরমার বিকল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
মার্চ ১৫, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

বনবিভাগের অনুমতি ছাড়াই কাটা হচ্ছে রাস্তার গাছ; ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ফলে ৮০টি পরিবার সেহেরি, ইফতার ও তারাবিতে চরম দুর্ভোগে পড়েছে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাওলানাপাড়া গ্রামে।

শুক্রবার (১৪ মার্চ ) বিকেলে গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের ওপর ডাল পড়ে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিলনা।

নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে একাধিক ব্যক্তি বলেন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ (পিতা: মৃত সোরাব আলী) এর নেতৃত্বে সরকারি রাস্তার দুটি বড় ইউক্যালিপটাস গাছ (যার বাজার মূল‍্য আনুমানি প্রায় অর্ধ লক্ষ টাকা ) কাটা হয়।

তবে গাছ কাটার বিষয়ে কোন অনুমতি বন বিভাগ দেনননি বলে জানাগেছে। গাছ কাটার সময় বিশাল একটি ডাল বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়।

এতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন‌এলাকাবাসী , স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন এবং গাছ কাটার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাছ কাটার বিষয়ে বন কর্মকর্তা বাদশা মিয়া জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। আমি বিষয়টি তদন্ত করে দেখতেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার কোন অনুমতি দেয়া হয় নাই।বিষয়টি আমি দেখতেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: