আল আমিন হাওলাদার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
সোমবার সকাল ১০টায় দুর্গাপুর অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে৷
দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।
এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে রয়েছেন – হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান,মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ,মাওলানা ইমরান হোসাইন,মুফতি মজিবুর রহমান,হাফেজ মো: মাসুদ।
হিফজুল কোরআন : হাফেজ মোঃ আব্দুল কাদির,হাফেজ মাওঃ অলি উল্লাহ,হাফেজ মাওঃ আফফান,হাফেজ নাজমুল হক,হাফেজ আব্দুস সামাদ এবং হাফেজ রইস উদ্দিন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।
হাফেজ মাওলানা অলিউল্লাহ বলেন,পবিত্র মাহে রমজানে দুর্গাপুরে এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় আমরা আলেম ওলামা সমাজের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।
এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সকলের সহযোগিতা বিনীতভাবে কাম্য।
এই প্রতিযোগিতার দায়িত্বশীলরা জানান,মেধা বিকাশের এই প্রতিযোগিতায় সর্বমোট ২৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এর মধ্যে হিফজুল কুরআন বিভাগে ৮১ জন, হামদ নাত ৯১ জন ও আজান বিভাগে ৭৯ জন প্রতিযোগী রয়েছে।