ভণ্ড
নাজিমুল হক (ফেনী
আমি ভণ্ড,আমি উন্মাদ
আমি যা পাই, তাই খাই
করিনা হালাল-হারামের তোয়াক্কা
আমি আপন স্বার্থের লাগি
দাড়ি-টুপি পাঞ্জাবি পরি
ইসলাম শুধু, আমি এটাই মনে করি
করি পরনিন্দা,আরো ষড়যন্ত্র
আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড।
বলি ধর্মের কথা,করি অপকর্ম
গড়ি অদৃশ্য সাম্রাজ্য
আমি জানি,আমি মন্দ
তবু অপরে না করুক আমায় সন্দেহ
আমি কথায় কথায় মিথ্যা বলি
অন্যকে দিই কত অপবাদ
আমি মানি,পাপে খোদা নারাজ
তবু পাপ-ই আমার একমাত্র সঙ্গ
আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড।।
নাজিমুল হক
ফেনী সরকারি কলেজ, বাংলা বিভাগ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।