ভণ্ড
নাজিমুল হক (ফেনী
আমি ভণ্ড,আমি উন্মাদ
আমি যা পাই, তাই খাই
করিনা হালাল-হারামের তোয়াক্কা
আমি আপন স্বার্থের লাগি
দাড়ি-টুপি পাঞ্জাবি পরি
ইসলাম শুধু, আমি এটাই মনে করি
করি পরনিন্দা,আরো ষড়যন্ত্র
আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড।
বলি ধর্মের কথা,করি অপকর্ম
গড়ি অদৃশ্য সাম্রাজ্য
আমি জানি,আমি মন্দ
তবু অপরে না করুক আমায় সন্দেহ
আমি কথায় কথায় মিথ্যা বলি
অন্যকে দিই কত অপবাদ
আমি মানি,পাপে খোদা নারাজ
তবু পাপ-ই আমার একমাত্র সঙ্গ
আমি ভণ্ড আমি ভণ্ড আমি ভণ্ড।।
নাজিমুল হক
ফেনী সরকারি কলেজ, বাংলা বিভাগ
আতিকুর রহমান আতিক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
যোগাযোগ : ০১৭৯৯-১৩৮৪৭১, ০১৯২২-১০৮৩৩৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত