বিএম আজাহার উদ্দিন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ভূরঘাটা বাজারে ইসলামী সমাজ কল্যান পরিষদ ও পাঠাগারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ডাসার উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর ডাসার উপজেলার আমির মাওলানা আব্দুস সালাম, কালকিনি উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ হাসান জামান খান, ধজী হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আব্দুল্লাহ ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিন্টু মাতুব্বর সহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।