ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে  

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
মার্চ ২৬, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে।

 

মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত

দিনব্যাপি এ অনুষ্ঠানে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর উপজেলা প্রশাসন সহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন।

এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে দিবসটি উপলক্ষে মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, কুচকাওয়াজ, খেলাধুলা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি নানা রঙের ফানুস ও সাদা কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া, মুক্তিযোদ্ধা আঃ সামাদ, আব্দুর রাজ্জাক জিহাদী সহ বিভিন্ন দপ্তরের প্রদানগন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ পরিদর্শন ও কুচকাওয়াজে অংশ গ্রহনকারী দলনেতাদের সাথে মতবিনিময় করা হয়।

পরে কুচকাওয়াজের দলনেতা মধুপুর থানার এস আই আরিফুল ইসলাম আরিফ প্রধান অতিথির অনুমতি ক্রমে কুচকাওয়াজ প্রদর্শন শুরু করেন। প্রথমে মধুপুর থানা পরে আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস সহ একে একে বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অফিসারগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: