শেখ মোজাফ্ফার আলী
তাং- ০২-১০-‘২৪ ইং
∆রচনা কাল✍️মালেশিয়া∆
অনুরক্তির তত্ত্ব কথা
সকালে বিকেলে বৃষ্টি
সন্ধ্যা সাঁজে যথাতথা
ধরনীর মহানুভব সৃষ্টি।
আলোকিত ছায়াতল
মম বিক্ষুদ্ধ ফল্গুধারা
সরোবর মুগ্ধ রসাতল
বিক্ষিপ্ত আম্রকাননে।
পর্জ্জন্য বরণীয় মনে
গুঞ্জনে সুর কুঞ্জবনে
বারংবারে অকারণে
যত শিহরিত শিহরণে।
যেন রোদ্দুর্র ঝলমলে
নীহারিকা সম্বিত সুদূর
দ্বীপে জোনাকি জ্বলে
ভয় দুঃখ-দুর্দ্দশা যদ্দুর।
পুঞ্জীভূতের পুঞ্জমেঘ
ক্রূরতার জীবদ্দশায়
সমীরণে প্রশ্ন আবেগ
সুর প্রনয়ণ সীমানায়।
ঠিক চমকিত বিদ্যুতে
যত গগনচুম্বী রোদ্দুরে
পাতা ঝরায় সু-প্রভাতে
পূর্বাভাস তুফান সমুদ্রে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।