ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিলি হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১টি পরিবার 

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ
মার্চ ১৯, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ )সকাল ১০ টায় উৎসব মুখর পরিবেশে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। এসময় সেখানে পৌরসভার আব্দুর রাজ্জাক, আরশাদ আলী, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। উপহারের চাল নিতে আসা পৌরসভার মাঠপাড়া এলাকার জোৎসানা বেগম বলেন,আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ ঈদ উপহারের বিনামূল্যে ভিজিএফ’র গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বর্তমান সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। হাকিমপুর হিলি পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩০৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে বলে জানান তিনি। ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: