স্টাফ রিপোর্টার
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে “স্টুডেন্টস ফর সভারেন্টি” ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু চত্বরে বিক্ষোভ করছেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার সময় ঢাবির টিএসসিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান।
স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, “গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? মানবাধিকার কোথায়? যত মানবাধিকার কি শুধু তাদের বেলায়? অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।